"এপিটাফ এর আগের অংশ"
- আরিফুল হক - অপ্রকাশিত
রাত্রি দ্বিপ্রহর......... পাশের গলিটায়
সব নিদ্রাতুর............ ক্লান্ত ঘড়িটায়
তক্ষক প্রবর............ শ্রান্ত গান-গায়
ঘুমও সে পর.......... প্রান্তসীমায় ধায়
দেহজুড়ে জ্বর......... জ্বলছে মধ্যমায়,
শান্ত আমি, শান্ত তুই, শান্ত আমার বিরানভুমি
শান্ত নদীর পাড়-
শান্ত হতেই এসেছিলাম, তুই বললি ছাড়!
এত করে বলছি তোকে, কুঁচকে ভ্রূ ঝামটা মেরে,
বজ্রপাতেই মর-
তুইই আমার পর!
তুই আমার বিষম জ্বালার শত্রু দেশের চর!
এবার তুই সর......... যাচ্চি আমি আর জ্বালাস না,
তুই এবার সুরায় ডুবে,
চোখ খুইয়ে, পেটের ভেতর আগুন নিয়ে,
বুকের ভেতর জাল বানিয়ে,
যন্ত্রনাতে পিঠ বাঁকিয়ে,
রিমান্ড রুমে ছটফটিয়ে,
আমার মনের আশ মিটিয়ে,
রাস্তামাঝে নোংরা কাঁদায় মুখ ডুবিয়ে...
উপুর হয়ে পর......... নাম নাজানা লাশের মাঝে-
মরচুয়ারীর ভীড়ের মাঝে... বামন ডোমের ছুড়ির নিতে
বস্তাবোনার সুঁইয়ের ঘায়ে ছিন্ন হোক তোর ধর!
তুই লজ্জ্বা নিয়ে মর!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।