"সহজ বাহাস-৮ (আমি'র কথা)"
- আরিফুল হক - অপ্রকাশিত

আহ্নিকগতির তাল মেলাতে পারিনা,
কারন আমি বার্ষিকগতির তাল বুঝিনা!
যোজন যোজন দূরের তুমি
ইচ্ছে করেই ভুল ভেবেছো!
বলতে পারো কিসের সাথে
জোট বেঁধেছি! কল্পনাতে!
জানবে না যে!
বুঝবে না সে!
কোন নেশাতে ঘর ছেড়েছি!
কোন হতাশায় ইচ্ছেমত ডুব দিয়েছি
অগ্নিহৃদের জলাশয়ে,
কার কারনে কোন দেশে আজ
খুবলে শিশুর প্রান নিলো বাজ!
জানি তুমিও এমন ভাবো!
তুমিও আমায় ভালোইবাসো......
শুধু আন্তর্জাতিক দন্দগুলো মিটছে না তাই!
বলছো না- কবে তোমায় পাবো!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।