"বাঁক"
- আরিফুল হক - অপ্রকাশিত
বিহারে বিহারিণী সিঞ্চিত- কুজ্ঝটিকায়
মন্দ্র গমনে দ্বিপসম চারনা,
অপলক বিভাবরী সে উপনয়ন প্রজ্ঞায়
তব প্রভা হারিয়ে বহ্নি তাড়না!
কুঞ্জ,ভৃঙ্গ রবিকরে নতজানু প্রক্ষালন
শৃঙ্গারে পুড়েপুড়ে কেউ কি আনমনে
কলহ-সুরে বিলাপ ভুলে যে আস্ফালন
তব গজগমন চিত্তের তেজদিপ্ত উত্থান
শ্বসনে পত্র-কচি আকুলিবিকুলি শির
যথাতথা বেড়ে ওঠে করে শ্বাস-সন্ধান!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।