"মাৎস্যন্যায়!"
- আরিফুল হক - অপ্রকাশিত
ছুটে চলে বিকৃত মুখের ডাকাত,মৃত্যুর বন্দনায়
গলাকেটে ফেলে যাওয়া ধড়, শুরু মাৎস্যন্যায়!
প্রাচীন কালে হয়েছিলো শুরু শশাংকের মরন
বড়মাছেরা খেয়ে ফেলে ছোটমাছ,বিষের ত্বরন,
ইতিহাস বারেবারে ফিরে আসে নিজের মত ঢং
চারপাশের ঘুরেফিরে বেড়ে ওঠে সামাজিক সং!
ফেরাও তারে, ফেরাও যতন করে, সত্যের ধূমকেতু
শুভ্র পুচ্ছে তাঁর মিথ্যের বড়াই লেগে থেকে যেহেতু!
সত্যরে মানিনাই পুরো সত্যি যতই সফেদ কাফন-
পড়িয়ে তারে কবরে নামাও করো মিথ্যের দাফন!
সত্য কি? বা ইতিহাস কারে কয়,
কালি কালো মিথ্যেও কাল হয়!
সুক্ষ্ম লাল সীমানা দিয়ে ঘেরাটোপ
সত্য বললে আমি হই বড় বেয়াদব!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।