"তুমি থাকলেই"
- আরিফুল হক - অপ্রকাশিত

আর কিছুটা সময় থেকে যাও, আর কিছুটা ক্ষন!
থেকে গেলে থেমে যাবেনা শহরের ব্যাস্ততা,
ঠিকই ফারাক্কা বাধের স্লুইস গেট গুলো হবে বন্ধ!
তুমি থেকে গেলেও-
দক্ষিন মেরুর বরফ গলা থমকে যাবেনা!
উষ্ণতা বেড়েই যাবে এই ধারিত্রীর!
মিথ্যে বলা বন্ধ হবেনা রাজনীতিকের-
হ্যাংলা কপট চতুর চাল চেলেই যাবে দুর্বৃত্তের দল!
আর কিছুক্ষন বসে যাও.....
এই লাজুক দুর্বাঘাসের ছোট্ট সবুজে দানায়
হাত বুলিয়ে দেখো;
তুমি থেকে গেলে- নাট্যপাড়ায় নতুন নাটক,
আজ গীটারে নতুন গান,
মাধুরীলতার উল্লাসে নাচ!
আজ হাওয়াই মিঠাই উড়াবো, সাথে চাইলে
শাঁখারীবাজারের ঘুড়িও-
তুমি চাইলেই - এই বাড়ানো ক্ষনে-
এই শহরে যানজট দেবো মুছে, সব পানির নলে যাবে পানি!
ছোট্ট ছেলেটা ঘুমোবে বৈদ্যুতিক পাখার অবিরাম
হাওয়ায়! তুমি আজ থেকেই যাও!
ক্রিসেন্ট লেকের পাশে পতিতাদের আজ দেখাবে রাজেন্দ্রানীর মত! তুমি থাকলেই মাথা উচু করে
হেটে যাবে মেথরপট্টির লামিয়া!
তুমি থাকলেই-
এ শহরের একটা গাছও আর যাবেনা মরে......
তুমি তাহলেই হে সাহস আমার.....
তুমি থাকলেই মরে বাঁচতে পারি সহস্রবার.....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।