"হোমো সেপিয়েন্সের অর্ধেক"
- আরিফুল হক - অপ্রকাশিত
মানবী একা পথ চলোনা,
দাঁড়িয়ো না নির্জন বাসস্টপে অথবা স্টেশনের বিশ্রামকক্ষে...
মানবী তুমি মুখতুলে চেয়ো না...... ঝলসে যাবে যে
.........অনেক অপগন্ডের মুখ!
তুমি যেয়ো না দূর পাহাড়ের নীলচে কুয়াশায়...
ও কুয়াশার ভেতরেও আছে কুন্ডলী পাকানো সাপের দল!
তোমাকে বলা হয়েছে- তুমি ঘরেই থাকো......
তুমি একটা তাপনিয়ন্ত্রিত শিশু কারাখানা!
মানবী তুমি আকাশ দেখো না.........
আকাশের জমিদারী আমাদের হাতে... আমরা চকচকে চোখে তাকাই...তোমার দেহের চড়াই উৎরাই সব
আমাদের মালিকানায়...দলিল করে দিয়ে দিও-
নয়ত আমরা উঠিয়ে নেব! জাল সাক্ষ্য তৈরী হাজার বছর ধরে...
তুমি যেয়োনা জলপ্রপাতে,
বলোনা একা রাস্তায় হাটতে পারি,
হেসোনা আমাদের কথায়... আমরা জিঘাংসার মহীরুহ...
নারী তুমি ভ্রূকুটি করে থেকোনা... কিসের এতো রাগ?
জলাঞ্জলি দাও পর্যটক হবার বাসনা,
ভুলে যাও তুমিও মাথার ভেতর
পুষে রাখো হাজারো নতুন বৈজ্ঞানিক সুত্র...
বলে দিওনা আমরা হয়ে যাচ্ছি বিবর্তনের আক্ষেপের ফসল...
বালিকা, তুমি একা কক্ষে থেকোনা কোন যুবকের সাথে!
কিশোরী,তুমি ভুলে যেয়ো তুমিও আশা নিয়ে প্রেমে পড়!
তোমাদের তো রক্ত নেই... আছে শুধু উপগত হবার জৈবিক রস
আমাদের রক্তিম চোখে শুধু তাই ভাসে...
তোমাদের নেই হৃদপিন্ড... শুধু ধকধক করে-
বেড়ায় ভয় বুকের ভেতর-
তোমাদের পা শুধু কদলী কান্ডের সাথেই হয় তুলোনা,
.......... হায়!
মানবী, তোমাদের দীঘল কালো চুল...... কেন যে হয়না ফণীমনসা!
তোমাদের চোখ কেন যে হয়না শাপের জগদম্বা......
জননী...... তুমি শুধু মানুষ করেই যাও,তুমি শুধু পুরুষ তৈরী কর!
মানবী তুমি এবার নতুন করে-
কিছু বক-পন্ডিতের মাথা থেঁতলে দিয়ে আগামীর দিকে চাও...
দেখো ডাকছে হিমালয়, দুহাতে উল্লাসে জড়িয়ে ধরতে চাইছে
গোবীর শীতল বালুঝড়...
নিরক্ষরেখা ধরে এগিয়ে যাও সাহারা পায়ে দলে...
জাম্বেজী নদীর বুকে শান্তিতে নেয়ে নিয়ে-
জিব্রাল্টারে দাঁড়িয়ে চিৎকার করে বলো-
আমি মানুষের অর্ধেক নই... আমি পরিপূর্ন মানুষ...
আমাকে দিয়েই শুরু- আমাকে দিয়েই শেষ
আমাকে দিয়েই দুনিয়া দেখে হোমো সেপিয়েন্স!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।