"স্বাতির জন্যে কথা-১০"
- আরিফুল হক - অপ্রকাশিত
আমিও বেঁচে আছি স্বাতী, বেঁচে আছি
বিভীষণের মত না, ইন্দ্রজিতের মত
মেঘের দেশে আমার ঘরবাড়ি করেছি
তুমিতো জানোনা নিয়ে আছি কি ক্ষত!
আমিও মরে যাবো স্বাতী, মরেই যাবো
রামচন্দ্রের যজ্ঞের লীলাখেলার বাণে!
আকাশেই হবে সমাধি ঘৃত চন্দন গব্য
পারলে নিয়ে যেয়ো আমাকে এক টানে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।