"এখানেই ভালো আছি"
- আরিফুল হক - অপ্রকাশিত
বড় সাধ করে সে গিয়েছিলো অমরাবতী..
...... উর্বশীরাও জানিয়েছিলো স্বাগত!
ইন্দ্রের সভায় সেদিন উড়েছিলো দুটো বাড়তি নিশান!
স্বর্নহরিনের দেখাও সে পেয়েছে.... এবারে সে হয়নি
দ্রুতগতার মত মরীচিকা!
সেখানে ছিলো না সন্ন্যাসী- যেমন,
গমনেচ্ছু ভন্ড সাধুর মত চায়নি যজ্ঞের ঘি!
অথবা বিকৃত ফকির...
অট্টালিকায় চর্বির থলে..... দুর্গন্ধময় মাংসের দোকান..
তবু তার অমরাবতী লাগেনি ভালো.. যেমন তেমন-
সাদামাটা সব পানসে জলসাঘর......
এর চেয়ে নরক ভালো, এর চেয়ে ভালো আমার নোংরা পথের থেবড়ে পড়া নিত্য আহুতির আশা...
এর চেয়ে...... আমি জ্বলেছি ধরায়
সেই ভালো, অন্তত একবার হলেও বলেছি তোমায়
আমার পানে অল্প কেঁপে মুখটি তোলো!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।