স্বাতীর জন্যে কথা-১১
- আরিফুল হক - অপ্রকাশিত

আমি তোমারে পারিনাই দিতে সুখের প্রহর
কিজানি কোন দূর দেশে বাধিয়াছি মোর ঘর!
তোমারে চাহিনাই চাহিয়াছি মহাকাশের নক্ষত্র
তুমিই ছিলে দুয়ারে বসিয়া মেলিয়া আঁখিপত্র!
চাহিয়া চাহিয়া জলের বেসাতি অন্তরে তব সাথী
কেমনে বলি কেমন করিয়া বুকের মাঝে রাখি!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।