"জগাদা"
- আরিফুল হক - অপ্রকাশিত

আমাদের জগাদার অনেক দিনের ইচ্ছে
মজা করে খাবে ভাত সাথে থাকবে উচ্ছে,
পাঁঠামাংস আকড়া অনেক,দাম বেশ চড়া
জগাদা তাই উদাস মনে স্বপ্নে মাতোয়ারা!
জগাদার সুনাম ছিলো বেজায় শক্তপোক্ত
খেলার সময় মাথায় তাঁর উঠে যেতো রক্ত!
মেলা গুড়োহাড়ের সাক্ষী এই আমাদের জগা
হয়নি কারো ক্ষোভ, যায়নি তাঁর উপরে রাগা!
দাদার আমার ছিলো সবি, বাড়ি একান্নবর্তী
হুট করে সব পালিয়ে গেলো যুদ্ধ পরবর্তী
যায়নি জগার বাপ, বলল যাবো কোথায় বল
এইখানেই কত কষ্টে গড়া চার পুরুষের চাল!
শেষে মরলো বাপ, ঘুচলো মায়ের হলদে দাগ
জাল দলিলে করলো প্রমান অন্যকারো ভাগ,
হারিয়েছিলো সব, ঘর গেলো, মান গেলো তাঁর
এখন দাদা ধাঙ্গর পট্টির বেজায় টিনের মাতবর,
তবু শোক কাটেনি তাঁর, খেলার দিনে এখনো,
চিৎকারে সে ছোটে, বল নিয়ে মাঠ কাঁপানো!
শুধু পাঁঠার মাংসই পায়না, অনেক বেশি দাম
জগাদা তাই উচ্ছেটাকেই করে দিনরাত্রি প্রনাম!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।