"সঙ কিংবা জোকার, অথবা বাঁদর"
- আরিফুল হক - অপ্রকাশিত

এখন আমি সঙ ! রংচঙে বেড়াই ঘুরে
অনেকখানি পথ পেরিয়ে
-পাগলামীটার ঢঙ,
অহং ছিলো চড়বো পাহাড়, মাখবো গায়ে বরফ-তুষার,
মাঝখানে এক লোহার-পুলে
-ধরেছে মরন জং!
বাঁদরনাচের ফাঁদ পেতেছি, নাচবে বাঁদর
খেলবে বাঁদর, উল্লাসে সব করবে আদর,
ঝকঝকে সব টুকরো পাথর ছুড়বে মাথায়- ঠং!
সঙ দেখেছো, সঙ ছুঁয়োনা,
ছোঁয়াছুঁয়ির আসুখ আছে,
সংক্রামক রোগের ধাঁচে, রোগ যদি হয় পাছে!
তারচেয়ে যাই পাহাড় চড়ি,
গোল্লাছুটের ফেরি করি,
হিমঘরে সব লুকিয়ে ফেলি আজব কথার রঙ!
এখন আমি জোকার, এক্কেবারে বেকার ঘুরে......
জুতোর তলা ভুঁইয়ে পুড়ে,
ফোস্কাপড়া চেটো জুড়ে, হামাগুড়ির ঢাক বাজিয়ে,
দেখছি- তোমার চুলের আঁধার!
যদিও আমি-এক সঙের মত, জংধরা হীন,
বাঁদরামিতে সীমানাহীন-
বুড়ি ছোঁয়ার নস্যি খেলায়.........
তোমার চোখে পট্টি বেঁধে...... তোমার বুকে বিলীন............


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।