"আমি থাকি বা নাই থাকি"
- আরিফুল হক - অপ্রকাশিত
আমি থাকি আর না থাকি-
তুমি যখন নয়মাস গর্ভধারনের পরে
প্রসব বেদনায় করবে ছটফট!
তখনো আমি-
তোমার কানের কাছে মন্দ্রগম্ভীর স্বরে
কবিতা পড়ে যাবো!
সে আমি থাকি বা নাই থাকি!
আমি থাকি আর না থাকি-
তোমার একেলা ক্লান্ত প্রহরের ভেতর
যন্ত্রনারা যখন মাতবে উল্লাসে!
তখনো আমি-
কোন এক বিজন প্রান্তরে বসে পাঠিয়ে
দেবো একটা বুনো গান,
সে আমি থাকি বা নাই থাকি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।