"আমার যা কিছু একেলা"
- আরিফুল হক - অপ্রকাশিত

আমার সারাদিন গেলো
-কিসের আশায়,
অথচ একাকী সন্ধ্যে ঘনায়!
আমার সারারাত্রি গোমড়া
-বিমুখ ব্যথায়,
টলছে আকাশ.............. মাতাল গলিটায়!

লুন্ধকে আজ আলো নেই,
বামন নক্ষত্র শুষে নিয়ে গেচ্ছে,
কপালে যে তার গ্রহন লেগেছে,
আকাশর ম্লান কান্না তাতেই!

আমার সারাক্ষন গেলো
- পথের পানে,
পায়ের নূপুর ঝুমুর ধ্বনি!
আমার একেলা প্রহর
- বেহুঁশ সিঁথানে
নির্ঘুম রাতে একা............. তারা গুনি!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।