" শব্দ ও অক্ষর- গান "
- আরিফুল হক - অপ্রকাশিত

কলম তুলেছিলাম ইচ্ছেমত ছবি আঁকবো তাই,
অক্ষরে অক্ষরে বুনে যাওয়ার ইচ্ছেও ছিলো-
হরেক রকমের গানের সোয়েটার, ......শীত এলো বলে...
আঁকতে চেয়েছিলাম সমাজ,
ডাস্টবিনের কেজো কাক,
রাতের নির্ঘুম দিনকানা পেঁচা,
গ্রামের গোলাঘরের ভেতর বস্তাকাটা ধেড়ে ইঁদুর,
আঁকতে চেয়েছিলাম মালাই আইস্ক্রীমওয়ালা,
ইশকুলের দুই বেনীর বালিকার হাসি,
এমনকি আঁকতে চেয়েছিলাম কয়েকজন ধর্মব্যাবসায়ীর
-সফেদ দাড়িও!
অক্ষরের উলের ফাঁদে ফাঁদতে চেয়েছিলাম
"গানের সোয়েটার" রাজনীতিকের জন্যেও যেমন-
তেমন গাইতে চেয়েছিলাম বাতাসের সাথে,
মরে যাওয়া নদীটার বুকে
অশ্বত্থের কান্ডকাটা মৃতদেহের সাথে,
কুষ্ট রোগীর গায়ে পরে লিখতে ইচ্ছে করছিলো
"অপমানের কবিতা" !
হাজা কাঁদায় ঠোঁট চেপে ধরে গুগলী খুঁজে ফেরা-
হাঁসের দলের কথাটাও ঠিক ভুলতে চাইনি......
আমি কলম তুলে ছিলাম...
এখন কলমের ভেদবমি শুরু হয়েছে,
কলেরায় কলেরায় উজার গ্রামের একমাত্র বিধবা-
-যমের অরুচি!-
কলমের হয়েছে স্মৃতিভ্রংশ! গোল্ডফিশও পাবে লজ্জা!
এখন অক্ষরের দল শীতঘুমে গেছে...
আমার দিনের বেলা কাটেনা... রাত্রিগুলো ইচ্ছেমত বেহুঁশ!
তুমি একটু দেখবে খুঁজে?
হয়ত শব্দগুলো এখন তোমার ঘরের পাপোশ!
আপোষ করতে হবে না, তাড়িয়োও না,
আদরে পাঠিও আমার কাছে
অথবা পাপোশ থেকে উঠিয়ে নিও লুকিয়ো তোমার বুকের পাশে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।