"যদি পারতাম"
- আরিফুল হক - অপ্রকাশিত
যদি পারতাম, তোমার ঘরের চারপাশে দিতাম
দাগ কেটে, মন্ত্রপড়া খড়ি!
চারদিকে সব পিশাচেরা ঘোরে, আতাঁত করেছে
তারা, করে বশ সময়ের ঘড়ি!
যদি পারতাম, তোমারর দেহে দিতাম মন্ত্রপূত
জলের ছোঁয়া, অবশ্যই-
চারদিকে সব কাপালিকের দল সুযোগ সন্ধানী
পায়তারা কষে, অনন্তই!
যদি পারতাম, তোমায় নিয়ে যেতাম চুরি করে
রকি পর্বতের গহীনে
নীলচে বরফ গলে যাওয়া নদী আর পাইনের
বন কাঁদছে বিজনে!
যদি পারতাম, আমিই তো হতাম তোমার ঘরের
দ্বারবান শক্তপোক্ত,
প্রবেশাধিকার সংরক্ষিত যেকোন অনাহুত জনের,
এটাই তো যুক্তিযুক্ত!
আহা যদি পারতাম, যদি পারতাম, নিজে হয়ে যেতাম
লালচে গালিচা,
তোমার ঠোঁটের সাজানো চায়ের সাধা পেয়ালায় রঙিন
কড়া কাপ চা!
হলোনা কিছুও হওয়া আমার.......
আমি এখানে-
ওখানে পৃথিবী তোমার........
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।