"ঘাই দিয়া ওঠা পদ্য"
- আরিফুল হক - অপ্রকাশিত
সব সাধারন প্রেমিকের মত আমারো
একটা ক্ষমতা জন্মেছে.....
চাইলেই পারি যখন তখন উড়ে যেতে;
দুইকোটি সৌরবছরের দুরত্ব!
-আয়ত্ব করেছি অদ্ভুত সব কসরত মৌন হবার-
তাতে আমি অবাক নই মোটেই।
অবাক আমি তোমার ক্ষমতায়; অবাক আমি-
তোমার শান্তসৌম্য নিরবতায়!
অন্যসব সাধারন প্রেমিকের মত-
আমার বুকেও দ্রিমদ্রিমাদিম ঢাকের বাড়ি, তাল করে
ভুল, রক্তপ্রবাহ থেমে যেতে চায়-
কেমন করে পারো? কেমন করে আগল তোলো-
তোমার একটি মাত্র খোলা জানালায়!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।