"লিপ্সা"
- আরিফুল হক - অপ্রকাশিত

আর মাত্র দুটি পাতা বাকি,
গাছের গায়ে উইপোকাদের কানাকানি শুরু হয়ে গেছে!
দুর্গের মত মাটির ঢিবি-
শুষ্ক বাতাসে শুষে নিলো প্রাণরসায়নের
-শেষ সম্বল টুকু!
মানব শেকড়জুড়ে প্রানরসের বিকারে-
ছাল উঠে যাওয়া মৃত কান্ডে নাম লিখে রেখে গেছে
............নবযুগলের দল!
যোগ চিহ্নের দুপাশে আশার কথা!
আর মাত্র কয়েকটা দিন!
আর মাত্র কয়েকটা ঘন্টা!
অতৃপ্ত রূহ হাহাকার করে যাবে মিলিয়ে;
বায়ুমন্ডলে কিসের ফিসফিস!
বাতাসে এখন মৃত্যুর আহ্বান, মরে গেছে গাছ!
মরে গেছে শেষ দুটি পাতা!
উড়বে শেষে বৃন্তচুত্য অশরীরী;
বাতাসে ভাসুক এপার থেকে ওপার, ভেসে যাক তারা
সাগরের বুক বেয়ে...... অথবা কোন লালচে মাটির ধুলোয়
পড়ে থাক- যদি আবার বৃষ্টি আসে!
যদি আবার প্রানটা বাঁচে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।