"এবং যুদ্ধ ও প্রেম"
- আরিফুল হক - অপ্রকাশিত

আর একটু এগুলেই কিন্তু দেখতে পেতে
সন্ধির সাদা পতাকাখানি,
আর একটু এগুলেই হতে পারতো যুদ্ধবিরতির বৈঠক!
প্রগলভতার ফেনিল-
নিশান সাদা হয় রক্তরঙের উপর দাঁড়িয়ে; তুমি-
জেনেও জানতে চাইছো না
কতদামে কেনা হয়েছে এই সফেদ নিশান!
যুদ্ধ আর প্রেমের মিশেল খেয়াল করে দেখেছো?
প্রেমে জন্ম নেয় আদিম পৃথিবীর নতুন শিশু!
আর যুদ্ধে জন্মায় নতুন জনপদ!-
..................মৃত্যুর বিষাদী খেয়ালে!
আর একটুখানি-
হেঁটে এগুলেই হতে পারে আন্তর্জাতিক শান্তি সম্মেলন!
আশা! এখানে কেউ-
বেহাগের আড়ালে গাইবেনা দীপক রাগের চোরা তান!
কাদামাটি ভরা ভুঁইয়ে পরে থাকা -
গনিমতের মালের দিকে হাত যাবেনা কারো;
আর একদিন-
একটু ভেবে দেখলেই বুঝতে যুদ্ধের সাথে প্রেমের মিশেল
বড় আনকোরা খাপে এঁটে বসেছে!
-খাপ খায়নি!-
আজ থেকে তাই প্রবাদের মুখে আগুন দিলাম,
চিতায় চন্দন কাঠের বাড়াবাড়ি রকমের স্তুপ!
সব প্রেমিকেরা হোক ফেরার!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।