"স্ফটিক আর সুগন্ধির আড়ালে"
- আরিফুল হক - অপ্রকাশিত

অনবদ্য এক রাতের শেষে ক্রীতদাসের
মত নতজানু,
আবার পিছমোড়া হাতের ব্যথায় জেগে উঠবে কর্মযোগী!
বিদ্রুপেরও একটা মাপকাঠি থাকা চাই!
ক্রীতদাস হয় নাকি যোগী!
চকমকি ঠোকা কিছু অক্ষর;
পরে জোনাকীর দল বৈশাখী বাতাসে যেমন মুখ লুকোয়!
তেমনি বিবর্ন হঠাত পাওয়া স্ফটিক......
অনবদ্য এক ক্ষনে ক্রীতদাস চেয়েছিলো
স্নানের ঘরে এক ফোঁটা সুগন্ধি!
চাবকে পিঠের ছাল তুলে ফেলো...শংকর মাছের লেজ
সারা পিঠে দগদগে ঘা!
বালতি ভরা কুয়োর জল,
কুয়োর গভীরে মরে আছে দুটো গন্ধগকুল!
ঘেন্না পানিতে গা ধুয়ে এসো ভাঙি পাথর
.... চষি মাটি...
বুকের ভেতরে স্বপ্নে রাখি সুগন্ধির লিপ্সা;
কথোপকথন শেষে..... সুগন্ধি তার চাইনা...
পিঠে পড়েছে শংকর মাছের চাবুক....
চিবুক বেয়ে নেমে আসা দুইটি ধারা ইতিউতি করে খেলা...
কি একটি অনবদ্য রাত.......
স্ফটিক আর সুগন্ধি কৌটার খেয়ালে,
খোয়া গেলো কি কিছু আড়ালে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।