"একদিন তোমায়"
- আরিফুল হক - অপ্রকাশিত

একদিন তোমাকে বলতে চেয়েছিলাম সবকথা,
জানাতে চেয়েছিলাম সবরকমের ঘটে যাওয়া -
-বিবর্তনের ইতিহাস!
বলতে চেয়েছিলাম, কাঁঠালিচাঁপা গুলো কিভাবে শুকিয়ে গেলো,
আমার পাশের বাড়ির পোয়াতী মেয়েটা ক্যামন করে
চিৎকার দিয়ে গেলো ঘুমিয়ে...
ভেজা কাঁথায় ট্যাঁ ট্যাঁ করে গড়িয়ে পড়া শিশু,
তাঁর নাড় কেটে দিয়েছিলো পাতলা বাঁশের চাঁচড়ি দিয়ে!
বুঝিয়ে দিতে চেয়েছিলাম......।
একদিন তোমায় দেখাতে চেয়েছিলাম,
হাহাকার করা বিশীর্ন মাঠের বুকে চড়ে বেড়ানো হাড়-জিরজিরে
গবাদী পশুর পাল,
দেখাতে চেয়েছিলাম মধ্যপুকুরে আনমনে ডুবসাঁতার
দেয়া লালজামা গায়ে কিশোরী,
সুবেহসাদিকের সময় দাঁতন হাতে গ্রাম্য ইমামের
-একাকী পদচারনা,
শুনাতে চেয়েছিলাম কিছু গানের কথা,
হঠাত করে জেগে উঠেছিলো বুকের উপর,
মুকের কথায় বোল ফুটেছিলো একদিন...।
একদিন ভরসন্ধ্যায় হাঁসফাঁসে গরমে হাউইবাজির উৎসবে
নিয়ে যাবো ভেবেছিলাম...
একদিন এই নগরের সবগুলো দরজায় লাগানো প্রেমের
তারকাটাগুলো তুলতে চেয়েছিলাম তোমায় নিয়ে...
একদিন একটু সময় চেয়েছিলাম......
সময়ের দুর্বার গতির সাথে পাল্লা দিতে চেয়েছিলাম আলোর মত... আলোয় ভরা তোমার চোখ!
একদিন, যন্ত্রনার স্বরূপ ছোঁয়াতে চেয়েছিলাম...
ঘর ছাড়ার যন্ত্রনা, ঘর গড়ার,
মাঝ রাস্তায় ছেড়ে যাওয়া সহযাত্রীর যন্ত্রনা...
একদিন, শোঁকাতে চেয়েছিলাম লোবানের গন্ধের নিচে
শবের গন্ধ কেমন, কেমন জেলখানার ফাইল করে
বসে থাকা কয়েদীদের বুকের জমিন...
একদিন উলংগ পাগলের মনের ভেতর
উঁকি দিতে চেয়েছিলাম তোমায় নিয়ে,
একদিন এই দেশের ঘেরাটোপে জল্লাদের কাহিনী
-চেয়েছিলাম বলতে!
একদিন চেয়েছিলাম আমার কথা, তুমি যদি একটু শুনতে!
একটু শুনতে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।