"ছুটি"
- আরিফুল হক - অপ্রকাশিত
স্বাতী এবার আমি ঘুমাই?
তুমি অন্য আকাশে অন্যকোন নামে!
অন্য কোন জলে ভেসে বেড়াও নৌকার গলুই -
ছলাৎ ছলাৎ জলের হাততালি
এখন জল শুনতে পাবে...জলের আর হালের কাব্যকথা
স্বাতী আর নেই কোন ব্যথা!
স্বাতী এবার আমি যাই?
কোন আক্ষেপ বা অভিযোগ ছাড়াই....
মাহেন্দ্রক্ষনের দিন, আসুক,
আমিও তৈরী...
যাযাবর পাখীর বুকের পালক হয়ে ফিরবো,
এবার বলছি, সত্যি বলছি
বোকা ফিঙে হয়ে জন্মাবো না আর
এবার মরে জন্মাবো হয়ে পাহাড়ি বাজ...
স্বাতী এবার তোমার ছুটি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।