যুগল কান্না
- আরিফুল হক - অপ্রকাশিত

আজ যুগল কান্নার দিন,
আজ তোমাতে আমাতে চোখের ইশারায় ব্যথার লেনাদেনা;
আজ এসো দুঃখটাকে বানাই হাওয়াই মিঠাই,
চেটেপুটে খাই;
আজ চলো ডুব দেই ভরাজোয়ারের শঙ্খ নদীর জলে;
ফেনিল ভালবাসার বলিহারি চেতনার হোক মুখাগ্নি!
আজ ফিরে যাই আমাদের কৈশোরে...
তোমার ফ্রকে কাঁচা আমের কষ,
আমার মুখে লেগেছে বেতফলের কালচে দাগ,
আজ এসো সুদিনের মুখ লুকানো গর্তে দেই হাত,
তুমি ভয় পেয়ো না, ওখানে নেই গোখরা সাপের মত কষ্ট!
আমি এখন চৌকস সাপুড়ে! সাথে এনেছি শান্তির মাদুলি!
হাতে বেঁধে নেবে?
আজ তোমাকে হতে হবেনা আঁচল ছেঁড়া নারী!
আজ রেখোনা বুকের ভেতর লুকিয়ে অব্যক্ত সব দ্বিধা!
সাধা গলায় আজ এসো তাই কান্না গাই,
এরপরে তোমায় সুধাই;
হবে আমার যুগল,
এসো গড়ে তুলি ফসলের মাঠ, দুজনের হাতে তুলে নেই কাস্তে, আজ আমাদের যুগল কান্নার দিনে
চাইলেই তুমি পারো নিতে আমাকে চিনে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।