"জ্ঞান"
- আরিফুল হক - অপ্রকাশিত

কোন জলসায় মদ্যপ উপুর -জমিদার তুমি ছিলে,
দেখে গেলে নাচঘরের ঘুঙুর বরষা,
আর দ্রুতলয়ের ঘুর্নী দেহ বিদ্যুৎ!
তাকিয়ে দেখো বাইরে, ওখানেও চারিদিক জবুথবু
আকাশের বর্ষাতি গায়! মেঘদঙ্গলে ধাঙ্গড়ের মাতাল নৃত্য,
নিত্যদিনের অপলাপ, অথবা প্রলাপ যাই বল-
ধুয়ে দিয়ে গেছে...... ধুয়ে যাক শান্ত স্নিগ্ধ পাপ!
কোন কালোয়াতী গানের উৎসবে মাথা ঝোঁকাও তুমি!
গান শুনেছো আঁধারের?
হা হা হা হা করে চিৎকার দিয়ে কাঁদে দিন!
আজ ভোরের রঙ কালো,
আলোটুকু রেখে দিও যতন করে...
তোমার জ্ঞানের সঙ্কল্পের দাবী,
পদবীতে তুমি হও গিরিশৃঙ্গের পাহারাদার!
অথবা জ্ঞানসমুদ্রের ব্যারাকুডা!
উত্তুংগ গতিতে ধেয়ে যেয়ো বোকাদের দিকে,
ছিঁড়ে ফেলো তাদের হৃদপিন্ড! দন্ডমুন্ডের কর্তা...
কোথায়, কিভাবে, কেন তোমাকে ছেড়ে দিয়েছিলো-
হেঁটে যেতে ককেশাস থেকে স্প্যানিশ উপকূলের দিকে......
অথচ তুমি পাড় হলেনা কপিলাবস্তুর প্রাসাদপ্রাচীর...
মথুরায় আটকে রইলে... কামিনীকাঞ্চন... আনন্দপ্রভা......
সিঞ্চিত সরোবর...
তুমি হয়েই রইলে এক পথিকপ্রবর!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।