"রঙ"
- আরিফুল হক - অপ্রকাশিত
এসো আজ রঙ নিয়ে খেলি;
সবুজ রঙা জীবনে হলদে রঙা অসুখ,
কালো বলেই মৃত্যু বড় সাদা হতে চায়নি, সাদাও নিজে কেমন ফ্যাকাশে হয়ে ডুব দিলো-
প্রতারনার বেগুনী দাগে,
দুঃখ নাকি নীলচে নখের উপর জলীয় বাষ্পের ভাপ,
হাহাকার তার ধর্মবাপ!
ভিজিয়ে করে কষ্টগুলোর দগদগে লালচে ঘা!
এদিকে ধুসর রঙা ব্যর্থতায় বাদামী প্রেমিক,
খলবলিয়ে খয়েরী রঙের হাসি হাসে;
তলপেটে খোঁচা মিথ্যে পরিহাসের, আর ধর্মের মুখে তাচ্ছিল্যের কাঁধ ঝাঁকানো বিবির্তন!
টেনে, হিঁচড়ে খুবলে খাওয়া কমলা রঙা জ্ঞান
একপাশে ঠায় দাঁড়িয়ে, এরপরে-
গায়ে রঙহীন ঢলঢলে আলখাল্লার সময়....
আমার ভবিতব্যের সাথে করিয়ে দিলো
..........অন্তিম পরিচয়!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।