"এখন তোমার"
- আরিফুল হক - অপ্রকাশিত
এখন তোমার কাজ বেড়েছে অনেক,
পরিপাটি চুলের গোড়ায় কাঁকই বাহার,
ঠোঁটে দিয়েছো কি? লজ্জারাংগা টিয়া,
এসো বসে যাও দুদন্ড,সহজিয়া আমার!
দাওয়াইতে পেতে দেয়া আছে দস্তরখান,
খাবে এসো,সামনে আমি বসি?
এটা ওটা নাহয় এগিয়ে দিলাম,
নাহয় মাছের কাটাই দিলাম বেছে!
এখন তোমার খাঁজকাটা দেহে বিকেল,
কোমড়ের মোহনাবুক বেয়ে নৌবাইচের
তাবড় এখন কম, শিরদাঁড়াতে শিরশির
করেনা গরম সাপের দেহ, তুমি আবাধ্য
কথায় ঠোঁট কেটে করো লাল....এখন
তোমার সময়ই হলো কাল,
এখন দেখি তোমার মুখে হাসি!ভাঙছে
আকাশ, বাতাসে ঝুলছে দেহ, এ কোন
এক পাগল প্রেমিক! যাকে দেয়া হচ্ছে
-ফাঁসী!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।