"হালের সংগত"
- আরিফুল হক - অপ্রকাশিত
......নৌকাবুকে ছলাৎছলাৎ জলের হাততালি,
শুনতে পায়নি জল....শ্যাওলা পরা পাটাতনে
পিছলে চলে অন্তরীক্ষের ছল,
তল পায়নি সে পায়নি তল অথৈজলের স্বাদে-
নোনতা বাতাস বুক ভরে খায়, নোংরা অপরাধে...
সে তার নোংরা দুঃখের পাপ, সে তার সুখের অভিশাপ
সে তার দ্বন্দ্বকারী ভয়, সে তার পাশ বালিশে
মিথ্যে কথা কয়-
বুক চিরেছি বুক দেখে যাও-
চিতকারে তার থম ধরা পাও,
বুক পেতেছি, বুক তুলে নাও,
এখন সব মিথ্যে কথার ভাও, ভাওটা কত?
ঘেন্না কথার ভাও কত?
কোন গঞ্জে ঘিঞ্জি সমাজ, দাম ঠুকেছে ইচ্ছেমত,
ভাও বলে যাও..... কিনবো আমি,
কিনবে তুমি বসার ঘরের পর্দা, টলছি আমি,
টলছে সবি.....
শুধু নৌকাবুকে জল তালি দেয়,
শুনতে গিয়ে পাশবালিশটা খাচ্ছে হোচট,
খাচ্ছে খাবি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।