বিবৃতি
- আরিফুল হক - অপ্রকাশিত
বিশ্বাস করুন আমি মোটেও ধনী নই!
আমার ঘরের তাপ নিয়ন্ত্রিত না... গরমে ফোস্কা পড়ে যায় শরীরে,
ছোট্ট শিশুটি রাতে ঘুমাতে গিয়ে দেখেনা স্বপ্ন!
এখনো দুটাকা কমে চাল কিনে একান্তে জাগে অহংকার!
চাপিলা মাছের ভাগা চোরাচোখে চেয়ে
কতদিন যে হেঁটে পেরিয়ে গেছি!
শুনবেন?
আমাদের গৃহস্থ গল্পকথা! এখানে রূপকথা বিছানায় শুয়ে তারা দেখে বলা হয়...... বাঁকানো পর্দা দুরস্ত!
মেনে নিন,
পাহাড়ে সত্যিই মানুষ বাস করে...... আদিবাসী না!
আপনার এই আদিবাসী কথাটার উপর ঘেন্না ধরেনা!
দখলদারের বুকে শান্তি মরে যায়... ইতিহাস ঘেটে দেখুন!
কসম খেয়ে বলছি......
আমার সন্তান দশটাকার একপোয়া জামরুলে
হাসে বুকের ভেতর হাহাকার জাগানো হাসি!
বিশ্বাস করুন, আমার ব্যাংকে জমানো টাকা অনেক অতৃপ্তির
গল্প বলে......
যদিও আপনি ধরে নিয়েছেন... মধ্যবিত্তের আবার শিরদাঁড়া কই!
যা বলবেন, তাতেই মাথা ঝাঁকাবে, তাতেই সব মেনে নিয়ে সই!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।