"যদি পারো তো দেখাও"
- আরিফুল হক - অপ্রকাশিত
..................ঘামের লবনাক্ততা শুষে নাওতো,
জিভ দিয়ে চেটে দেখো শ্রমিকের ঘামে আয়োডিন আছে কিনা?
কিংবা চাষ করে যাও, বানাও লবনের ঘের!
সমুদ্রের আর কি দরকার যদি দিঘিতেই ওঠে সুনামি!
বিল্বপত্রের নিচে ঢাকা পড়ে যাওয়া চোখের মত অন্ধ হয়ে যেয়ো না;
মাঝে মাঝে মুখতুলে দেখো-
সদ্যবিবাহিত রিকশাওয়ালার মুখের নবরাত্রির রাগ!
পারলে বানাও তোমার হেমহর্ম্য প্রাসাদে একটা হাড়িকাট!
...................সুদৃশ্য কৃপাণের নিচে মাথা পেতে দেই!
আমার চোখে চোখ রাখার সাহস হবে তখন?
-মনে রেখো আমি নই ছাগশিশু! সরষে তেল মাখা শরীর;
একদিন হেঁটে দেখো খালি পায়ে, পীচের উপর;
তোমাদের আচরন শেষ পর্যন্ত ঐ রাঘবের মতই হলো!
জানকীকেই লাগে আগুনের উপর হেঁটে যেতে!
মাথার মধ্যে ঘোরে শ্যামা শিখরদশনা চকিত নয়না স্পষ্টভামিনী
-সুখের অনুজ্ঞা!
-প্রজ্ঞা নিয়ে যেয়ো এসে ঐ সরবতওয়ালার কাছে!
ঘামের লবনাক্ততা চেখে দেখো;নয়তো এসো একবার আমাদের
চাটাই দেয়া দেশি মদের আড্ডায়......
........অন্ন পচানো জলে ধুয়ে দিয়ে তোমাকে করবো শুদ্ধ!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।