"আমি (!) আসলে কি?"
- আরিফুল হক - অপ্রকাশিত

আমি একটা পেন্ডুলাম,
কিন্তু পদার্থবিজ্ঞানের সুত্র করছে না কাজ !
আমি একটা বালিঘড়ি,
কিন্তু মহাকর্ষ কেমন উল্টো আচরনে আজ!
আমি একটা সেক্সট্যান্ট,
কিন্তু অক্ষ্যাংশ আর দ্রাঘিমাংশ সব গুলিয়ে ফেলি!
আমি একটা নোঙ্গর,
কিন্তু জাহাজ ছেড়ে গেছে পড়ে আছে জেটি খালি!
আমি একটা ঘোড়ার লাগাম,
কিন্তু বুনো ঘোড়ার মাঝেই আমার বসবাস!
আমি একটা হলদে ঘুড়ি,
কিন্তু নাটাই ঘুরছে অন্য ঘুড়িসুতোর ফাঁস!
আমি একটা......... আচ্ছা বলেই ফেলি......
নইলে আবার কথার প্যাঁচের জলকেলী!
আমি একটা যা তা.........
কিন্তু সবশেষে ধরা পরে আমিও একটা মানুষ!
-আচ্ছা!-
আমি একটা একটা মানুষ!?
কিন্তু একজন্মের প্যাচে পড়ে হয়ে আছি বেহুঁশ!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।