"মৃত্যু-৪"
- আরিফুল হক - অপ্রকাশিত
একজন কবির মৃত্যু হয়েছে,
আসতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে-
মৃত আত্মাদের দল,
আবাবিল পাখীর পিঠে চড়ে;
আকাশের নৈঋত কোনে ঠাই নিয়েছে উত্তুরে
-হাওয়ায় বসবাস করা সায়াহ্নের চিবুক!
বাতাসের গাল বেয়ে জলীয়বাষ্পের আর্দ্র দীর্ঘশ্বাস,
কবি মরে গেলে,
কবিতার বুকে স্বার্থপরের মত হাস্যকর সব-
বুলির হয় দাহ!
একজন কবি আজ মরেই গেলো,
তাতে চারপাশের আর কি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।