" অভিলাষ "
- আরিফুল হক - অপ্রকাশিত

কদর্য কিছু শব্দের বর্ননা চাই আজ,
আজ শব্দের নাচনে ঘিনঘিনে হাসি,
নরকের দরজায়!
দ্বাররক্ষী থেকে পালোয়ান শাস্তিদাতা;
সবার হাসিই হোক প্রকাশিত,
প্রপঞ্চক ধিক্কারের ভেতর কিন্তু আছে
-আগুনের ভালবাসা!
মনেরেখো সারা পৃথিবীর সব দার্শনিকেরা আজ করেবে ভিড়!
মনেরেখো সব শিল্পীদের দল বাধে আপনমনে নরকের নীড়!
বিকৃত কিছু বাক্যের গঠন বড় দরকার,
ভেতরে কাম, ক্লেদ, আর শকুনী হাসি,
দোযখের পাল্লায়!
হাবিয়া থেকে হেডিসএর একি প্রচেস্টা;
সবার একি প্রপাগান্ডা বিকশিত,
দ্বিধাভঞ্জন আক্ষেপের ভেতরে কিন্ত বাঁচে
-পাতকের কিছু আশা!
মনেরেখো সারা দুনিয়ার সকল ধার্মিকের বুকে ধরবে চিড়!
মনেরেখো সব প্রেমিকের দল পুড়বে যারা হয়নি যুধিষ্ঠির!
নরকের ভেতর শান্ত আগুন বুকে, বাহিরে পুড়ে অংগার ছাই
স্বর্গদ্বার ইচ্ছে হয়না মুখ পেতে,আমি নরকের দিকেই আগাই!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।