"কোমল গান্ধার"
- আরিফুল হক - অপ্রকাশিত

.........দিনক্ষন ঠিক করে রেখো হে, দিনক্ষন,
......যেকোন দিন পত্রপাঠ বিদায়...
......ক্ষমতা থাকলে দাগ দিয়ে রেখো সময়,
ক্যালেন্ডারে, নয়তো ঘরের চৌকাঠের শীর্ষদেশের কোনায়,
.........কিংবা যে জানালায় বসে তুমি বাইরের আকাশ দেখো...
তাঁর গরাদে বেধে রেখো মাজারের লাল সুতো!
.........তুমি চলে গেলে, মাতমের প্রহর ফুরাবে মাত্র একমাসে... তোমার স্মৃতি হবেনা বাউকুড়ানী, মাত্র কয়েকটা দিন গেলেই,
তুমি সময় পারলে ঠিক করে রেখো,
রাখলে, তুমি জেনে যাবে...
-সব বিক্ষোভের তলানীর ইতিহাস,
-জানবে, কার বুকে কতটুকু তোমার দখল,
-বুঝবে, মায়া বড় একটা কায়ার ধারেনা ধার,
-হাসতে পারবে ইচ্ছেমত, যেতে পারবে পাহাড়ের ধারে,
ঘনজঙ্গলে রবির আলো পাতার বরফি কাটা ভাঁজে,
দেখে যেয়ো...
...তোমার সময় এলো বলে, যমদূতেরা নিয়ে প্রস্তুত!
মাথায় পড়াবে যমটুপি, এই বুঝি টেনে দিলো লিভার...
...তুমি যাওয়ায়, ছেঁদ পড়বে না কাপ্তাই বাধের পানি আটকানো,
ঠিকি দখল করে নেবে পাহাড়ের পর পাহাড় কীচকের দল,
......সিনেপ্লেক্সগুলোর হুল্লোড় যাবেনা থেমে,
রাস্তায় তখনো গড়িয়ে গড়িয়ে ভিক্ষে করে বেড়াবে... পা কাটা ভিখিরি!
...মধ্যবিত্তের দর কষাকষি তখনো চলবে কোমর বেঁধে,
তুমি শুধু পারলে জেনে নিও... ......
......কার চোখের কোনে জলচ্ছ্বাস উথলে ওঠার ভানে,
মুখ লুকাবে শোষক গ্লান্ডের তলায়,
......মাঝ রাত্তিরে ছোট্ট ছেলেটা ঘুম ভেঙ্গে খুঁজবে কি চারিদিক!
কার আড্ডায় হঠাত মৌনতা আসবে নেমে,
......গীটারগুলো হবে বিভ্রান্ত?
তুমি জেনে নিও কোমল গান্ধারে এতো কাঁপন ধরায় কেন??


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।