"পারিনা তাঁর মত করে"
- আরিফুল হক - অপ্রকাশিত
কারো কারো কবিতার মানভঞ্জে
আমি বেভুলে অবাক হয়ে যাই,
কেমনে যে খেলা শব্দ শতরঞ্জে!
আমার শব্দগুলো কোথায় পাই?
আমি শব্দের শ্রমিক হয়েই বাঁচি,
কেউ বাঁচে ওঁ-কার ধ্বনির ছায়,
চাইলেই হওয়া যায়না যে দধীচি
বুক পাঁজর এতো সহজে বিলায়!
কারো কারো কবিতার সম্মোহন,
মস্তিষ্কের যৌক্তিক খর রক্তক্ষরন,
আমি কেন চাইলেই পারিনা ছুঁতে,
পারে তাঁর শব্দগুলো আমার হতে?
স্বাধীন শব্দের স্বাধীন উচ্ছ্বাস গুম...
মাঝেমাঝে সে উন্নাসিক চুপ ঘুম,
তাকায়নি আমার দিকে ভ্রূকুটিতায়,
আমার শব্দগুলো তাঁর দিকেই ধায়!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।