" তাঁর আর যুদ্ধে যাওয়া হয়নি"
- আরিফুল হক - অপ্রকাশিত
......যুদ্ধে যাবে বলে ডাক দিয়েছিলো কেউ,
....চোখের সামনে আস্তাকুড়ের মানুষের গান...
হাত বাড়িয়ে দেয়া হাতে, ভুলে করে পাশ কাটিয়ে যাওয়া!
............আর একটা আক্ষেপের গানের জন্ম!
...জন্মজন্মান্তরের বাঁধন বলে কিছু থাকেনা,
...থাকে শুধু নির্জলা অভিশাপের কটুক্তি!
সে ফিরিয়ে দিয়েছিলো হাত!
.....একজন ফিরে যায় তাঁর পুরোনো ডেরায়
হিংস্র শ্বাপদের মত থাবা চেটে খায়!
..চেটে খায় তাঁর মরনেচ্ছা!
মদির চাউনির বাঁকে, তীর্যক কিছু হাহাকারের সন্তান
........বাতাসের নিজেদের উড়িয়ে নিয়ে গেলো সেই থেকে,
আজ বারো বছর পর ফিরে এলো তারা...
.......বানালো বধ্যভূমি...
পিছমোড়া করে বাধা এক নবীন আহত পাখী-
পিঠে গুলি খেয়ে উপুড় পড়ে......
....যদি ডাক এসেইছিলো গেলেনা কেন?
ধরলেনা কেন পথের ধুলোমাখা পদযুগলের লয়!
........যদি ডাক দিয়েইছিলো তবে কেন জানলো না সারা পৃথিবী,
সারাবিশ্ব অবাক কেন হয়নি সেদিন!
....পথের ডাকে ঘর ছাড়া যুগল!
বিহ্বলতা সম্বল করে ছড়িয়ে দিতে পারলেনা সাম্যের গান?
.....যুদ্ধে যাবে বলে ডাক দিয়েছিলো কেউ......
-প্রাগৈতিহাসিক যুদ্ধের দামামা-
...আজো ছিনিয়ে নিলো নিতান্ত
..মুখচোরা এক প্রেমিক,
কিন্তু বুকে ছিলো ক্ষুব্ধ রক্তের ঢেউ!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।