"অর্ঘ্য"
- আরিফুল হক - অপ্রকাশিত
আমার হাতদুটো কেটে নাও,
উপড়ে নাও আমার চোখ,
সিসে ঢেলে বন্ধ করে দাও কান,
সেলাই করে দাও ঠোঁট দুটো,
পায়ের গোছার মাংস নাও খুবলে,
তাতেও যদি কবিতা নাহয় বন্ধ তবে
কেটে নিও মাথা......
থালায় সাজিয়ে
নৈবেদ্যর মত, অর্ঘ্য দিও তোমার
দেবতার পায়!.........
আমার জাতপাত কেড়ে নাও,
কেড়ে নাও আমার সংসার...
আমার খাদ্য কেড়ে নাও,
কেড়ে নাও আমার গায়ের পোশাক,
আমাকে ছুঁড়ে ফেলে দাও অরন্যে,
মরুভুমির বালির নিচে কবর দিও জ্যান্ত!
গায়ে ছেড়ে দিও ইউরোপিয়ান ভাইপার
তাতেও যদি কবিতা নাহয় বন্ধ তবে
বুক ফেড়ে বের করে নিও হৃদপিন্ড,
থালায় সাজিয়ে
নৈবেদ্যর মত, অর্ঘ দিও তোমার
দেবতার পায়!.........
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।