"দ্বি-প্রহর"
- আরিফুল হক - অপ্রকাশিত
মধ্যরাত্রি পারিয়ে পাষানের দেয়ালে সারা ঘরময়
.......ডোরাকাটা তক্ষকের হাসি,
একমুখো পাল্লা দেয়া কালের ঘড়ি টিকটিক, টিকটিক!
........ মেঝেতে ছড়ানো সিগারেটের অবশিষ্টাংশ
বলে দেয় অপারগতার কথা,
উচ্ছিষ্ট হয়ে যাওয়ার বিলাপ!
গবাক্ষ দিয়ে মহাকাশের দিকে
তাকালে সমগ্র অস্তিত্ব ছাপিয়ে ওঠে প্রাচীন উপকথা!
...........মতভেদের দর্শন,
কালের সাথে যার অন্তর্দহন চুড়ান্ত রূপে আবির্ভাব,
.........প্রভাবে মস্তিষ্কের যুক্তি- আলয়ের ঘর দুয়ার!
অন্ধকারে নতজানু হাতের অঞ্জলিপুট
মেলে ধরে বলি-
আমায় দাও যুক্তি, আমায় দাও জ্ঞান,
নিজেকে ধরে রাখি ঐ দুরাগত রশ্মির পানে...
................... মধ্যরাত্রি আমায় দেয়নি কিছুই,
এবার এলে দেখে যাবে-
কিভাবে আমি করি ধ্যান..
আজ উঠতে ইচ্ছে করছে
.............নরনারীর আবেগের উর্ধে,
..............আজ এখন চেখে দেখতে মনে চায়-
-অমরাবতীর দ্রাক্ষারস!
..........অনেকেই দেখিয়ে দেখিয়ে করেছে পান;
তারা আমায় বলেছিলো, ও নাকি হেমলক!
-মিথ্যে কথা!
..........................বিশ্বাসী আমি-
অবিশ্বাসের দোরগোড়ায় যেয়ে ফিরে চাই;
সেই অবিশ্বাসই আমাকে দেয়নি ধোকা!
.................রাত্রি দ্বি- প্রহর আসছে প্রায়,
ধর্মগ্রন্থ গুলো দেখিয়েছিলো ভয়,
-নরকের দ্বার খুলে যায় তখন;
আমায় নরকও দেখাতে পারেনি কেউ,
দেখাতে পারেনি একটা মৃত্যুঞ্জয়ী সকাল!
ছুঁয়ে দেখা হয়নি কাল ভৈরবের মত দুপুর!
যেগুলো দেখেছি সব আলুনী!
-এমনো রাত আসে-
যেখানে ভয়, ক্রোধ, কামের মিশেলে জাগে
-কালকূট-
...নরহত্যার শিহরন জাগে চোখের পাতায়!
........................পাছে ঘুম ডেকে নিয়ে যায়!
তাই বিভাবরী দোলনায় মন্দ্রভাষে জপ করে যাই
উচ্ছন্নে যাওয়া প্রেম!
কিংবা ঝংকৃত আবগের সুত্র!
-রাত্রি মধ্যভাগ!-
জেগে আছো যারা, রাত্রিচারী মাতাল,
ক্ষুধার্ত রক্তচোষা বাদুড়, তস্কর,
কিংবা ছত্র নিয়ে দখলবাজীর দল.....
ফিরে এসো যেওনা,
নরকের দ্বার এই খুলে গেলো বলে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।