"নিজের সাথে কথোপকথন"
- আরিফুল হক - অপ্রকাশিত

তুমি পাতায় বাধো ঘর,
আমি আর হবোনা ভীমরুল!
পাতাখেকো শুয়োপোকা-
পাতায় অসঙ্গতি! পাতা থেকে
মুখ ফিরিয়ে পাতায় ঘর বাঁধি!
তুমি নৌকাকোলে বস,
আমি গুনটেনে নেয়া কাঁধ!
দাঁড় টেনে নেয় অন্যকোথাও
এতো শক্তি কোথায় যে পাও?
দেখতে পেলে? দগদগে ঘা!
দেখতে পাবে হালজোড়া কার- ছলছলিয়ে
ফিরছে মাঝি,
তুমি নৌকা কোলেই বস!
নাকি থম দুপুরে চালতা খাবে?
একটু মরিচ,
লবন লাগে,
পা ছড়িয়ে শীতল পাটি, ঘাটলা দেখো?
শ্যাওলা পড়া? পিছলে যাবে!
আমি ঘাটলা পাড়ের বাঁশ! নড়বড়ে বেশ!
আচ্ছা, আমি না হয় পানিই হলাম!
ঝাঁপ দিওনা! সন্তরন যাচ্ছো ভুলে!
আমার ইচ্ছে মরন, আমার প্লীহার ব্যথা,
আমার ঘন ঘনানো সন্ধ্যেবেলা হাঁসফাঁসে যায় একা!
আমার জন্ম কালো, আমার জন্মের আছে ভুল,
তুমিই ঠিক ধরেছো,
আমার সকল কথায় কান দিতে নেই,
ব্যথায় আমার হাত দিতে নেই,
তুমি পাতায় বাধো ঘর,
তুমিই আমার পর...... তুমি আমার বিষাদ মাখা
জংলাক্ষেতের শত্রু দেশের চর!
আমি প্রেম করিনি, ধড়াচুড়ো ঠিক বাধিনি,
আমি সার্কাসের ঘোড়া, কিংবা বানর,
আমি হাত ধরিনি,
দেখতে গেলেই ঝটকা দিয়ে আদর,
তাও করিনি,
আমি সার্কাসের বাঁদর!
আমার মদই ভালো, টাল টলানী,
টাল খেয়ে যায়,
আমার জ্যাক ডেনিয়েল, সাদাটে রাম...
ইচ্ছেমত খায় চুমু খায় ...... আমার এবসুল্যুটই
বুকের ভেতর যন্ত্রনাদের দমায়!
আমার মদই আলো, আমার সিগারেটের বুক ভরে শ্বাস
সেই তো আমার দুর্বিনীত অট্টহাসি!
আমার ধোঁয়াই ভালো!
আমি লম্পট হবো, লাম্পট্যের দোহাই দেবো,
তোমার তাতে কি?
এবার আমি -
বারবনিতায় মুখ ভেজাবো,
এবার আমি-
নর্তকীদের নাচ শেখাবো!
এবার আমি-
বংশ মুখে কালি দিয়ে পিছল খেয়ে
-রাস্তা ঘাটেই মরবো!-
তুমি মুখ ফিরিয়ো,
দৃশ্য তোমার সইবেনা... ফেনিল মুখের ভ্যাংচানো চোখ
তোমার দিকে চাইবেনা; তুমি চোখ বুজিও,
আমিও বুজাই,
তুমি চোখ খুলেছো? আমি অন্যপারে চোখ খুলেছি
দেখছি আমি, দেখছি তোমার,
দেখলে না যে কেমন করে হারাই!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।