"এ বছর"
- আরিফুল হক - অপ্রকাশিত

এ বছর আমার ইন্দ্রলুপ্তির বছর,
এ বছর আমার ছিন্নকথার, জমজমাটে আসর,
এ বছর আমার মরতে ইচ্ছে হয়নি,
এ বছর আমার জন্মসালের বছর,
এ বছর আমার কাঁদছে চিৎকারে,
এ বছর...... কে কে যাবি আমার সৎকারে!?
এ বছর আমি মরলে হঠাত করে, প্রশ্ন করিস
মরলো ক্যানো বেঘোরে!
মরলো ক্যানো, মরলো কিসের আশায়, মরছেই যদি
তবে বাঁচলো গিয়ে কোথায়!
এ বছর আমি নতুন গানটা গাইবো, মরার আগেই, শুনিস!
এ বছর তোরা বাজাস বাঁশি,
এ বছর জ্বলুক তোদের হাসি......
এ বছর তোরা ইচ্ছে মত খেলিস, হোকনা সে জুয়া,
তিন তাসের ধুয়া তুলে... নতুন বাজি ধরিস!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।