"মুক্তি"
- আরিফুল হক - অপ্রকাশিত

বেঁধে রেখেছি সব নিজের হাতে,
সব কিছু আজ আজন্ম আপন,
-এ প্রভাতে,
যা যেতে চায়, যেতে দিতে না চায়,
শক্তি এমন নেই,কে তাকে ফেরায়;
তবে যেতে দাও তাকে,
তাদের- উচ্ছন্নে গেলো বিভা,
যেতে যেতে তারা ছড়িয়ে
যে গেছে পুরনো কি সব প্রভা,
বেঁধে রেখোনা আর,
মুক্ত করে দাও, যা কিছু তোমার,
তুমিতো জানোই,যা কিছু ফেরার;
সে ফেরে বারেবার,
তুমি আকাশ বেঁধে রাখো,
দেখ, আধো বোলে মাখো মাখো,
চকিতে তাকালে অমানিশার ভূত
চমকে তুমি যে,ভাবো অদ্ভুত!
তুমি বাতাসের গান গাও,
তুমি বাতাসে ভাসিয়ে দাও
গীতবিতানের পাতাগুলো
নিজেকে নিজে শোনাও,
বেঁধে রেখোনা সময়, ও বেঁধে রাখা দুস্তর,
আকুলে কাঁদে না বুকে পুষে রেখে প্রস্তর,
তুমি পথে নেমে ভেসে যাও,
জনস্রোত মরমে মিশে ছাও,
ছেয়ে যাও ধুলি মাঝে,
কিংবা কোন এক সাঁঝে,
অপলকে তাকানো চোখে
ভীষণ ক্রোধের দৃপ্ত রোখে,
-----ছিন্নভিন্ন করে প্রানের কথা শোনাও,


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।