"চুরি!"
- আরিফুল হক - অপ্রকাশিত
ছবিখানি বিক্রির জন্যে ছিলো না,
ছিলো চুরির জন্যে; বারবার অপলকে তাকিয়ে,
হাসে কি হাসে'না এমন ভাবে:
বলেছিলো, আমায় চুরি করে নিয়ে যাও!
হৃদকম্প! সাথে স্বেদকম্প,
ভীতান্বিত জলধর মনে, একদিন চুরি হয়ে গেলো সে!
ছবিখানি এখন- কানে কথা কয়,
বাতাসে ভাসিয়ে সুর শিবমঞ্জরী রাগে
অসুরের বুকে হানে শেল!
সাজা খাটে চোর, পড়েনি ধরা, হাজতবাসী মন!
ছবিখানি আসলেই বিক্রির জন্যে ছিলোনা!
চোরের ঘরে বাতি ছিলো না ছাই!
ছবিটার প্রয়োজন ছিলো তাই!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।