ব্যস্তময় দিনগুলি
- আবদুল্লা আল ফয়সাল - অসুস্থ এই শহরেএইসব ব্যস্ততম দিন, জীবনের কাছে জন্মের যত ঋণ, সেই ঋণের বোঝা কাঁধে নিয়ে এই উত্তাল যৌবনে বৃদ্ধের মতো কুঁজো হয়ে হেঁটে চলি অজানা কোন পথে। আমার প্রতিটি মুহূর্ত জলের দামে বেচে দিয়ে তোতাপাখির মতো শিখিয়ে দেয়া বুলি আওড়াতে থাকি সারাবেলা। দু’মুঠো অন্নের তরে প্রতিটি মুহূর্ত খেয়ে নিচ্ছে আমার দৃষ্টি শক্তি, দুর্বল করে দিচ্ছে শ্রবণ শক্তি, ক্ষয়ে যাচ্ছে মেরুদন্ডের হাড়, কেরে নিচ্ছে সূর্যোদয়-সূর্যাস্ত দেখার অধিকার। মাথার উপরে দুই’শ ওয়ার্ড লাইট, মোবাইল স্ক্রিন আর কম্পিউটার স্ক্রিনে এতো আলো থাকার পরও মনে হয় এখনো আছি সেই অন্ধকার যুগে। মনে হয় অর্ধেক জীবন কাটিয়ে দিলাম গহীন কোন সিন্দুকে। তারিখঃ ১০/১০/১৮ ইং
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।