দেশ তাহাদের পৈত্রিক সম্পত্তি
- গোলাম কিবরিয়া সৌখিন - কবিতায় একাল -সেকাল ১৩-০৫-২০২৪

দেশ তাহাদের পৈত্রিক সম্পত্তি।
জনগণ ভাসা শেওলা।
তাই তো মোদের প্রিয় ঠিকানা,
পদ্মা,মেঘনা,যমুনা।

বানের জ্বলে ভাসছে,কত-শত ঘরবাড়ি।
ভেঙ্গে সব চুর্ণ হচ্ছে, তোমার-আমারই।

বেড়িবাঁধের সংকটে তাইতো সম্বল সব হারাচ্ছি।
ত্রানের নামে চুরিডাকাতি,ভুক্তভোগী কি পাচ্ছি?
চালচুলোহীন মানুষ তাইতো ক্ষুধায় ধুঁকে মরছি!
কত মানুষ দেখলাম শেষে, লাশ হয়ে জলে ভাসছে!

তাইতো বলি,
দেশ তাহাদের পৈত্রিক সম্পত্তি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।