দূষণ
- মাকসুদ মেহেদী ১৩-০৫-২০২৪

ধংশ করে আমার অস্তিত্ব,
মিশিয়ে দাও ধূলোর সাথে,
তুলোর সাথে, বাষ্পের সাথে।
কম্পন থামুক কম্পিত আত্মার,
ভিজে যাক সব কবিতারা আজ।
দূষণ হোক- স্নায়ু দূষণ,
দূষিত হোক দূষণ চিরতরে ,
বেঁচে থাক সব মগজের কীট।
নিজের পরাজয়ের সাক্ষী হতে,
রংধনুটা উঠুক আরেকবার,
সন্ধ্যে নামুক তোমার কাজলে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।