জন্মভূমি জলঢাকা
- মোঃ বজলুর রশীদ
নীলফামারী জেলার মধ্যে একটি উপজেলা,
সুন্দর যে নামটি তার জলঢাকা সবার চেনা।
উপজেলা চালু হলো ১৯৮৩ সালের কথা,
জলে ভরা ছিল বলে নাম যে জলঢাকা ।
উত্তরে আছে উপজেলা ডোমার ডিমলা,
দক্ষিণে কিশোরগঞ্জ পশ্চিমে সদর জেলা।
এগারটি ইউনিয়ন আর একটি পৌরসভা,
এই কয়টি ইউনিয়ন নিয়ে মোদের জলঢাকা ।
আওলিয়াখানা নদীটি তার পাশ দিয়ে গেছে বয়ে,
তারই সাথে আছি মোরা অনেক বছর ধরে।
আরো যে আছে বড় নদী তিস্তা ,বুড়িতিস্তা,
সারা বছর মাছ পাওয়া যায় দামে অনেক সস্তা।
কৃতি ব্যক্তিত্ব তুরিন আফরোজ মেয়ে জলঢাকার,
সবাই চেনে প্রসিকিউটর সে যুদ্ধাপরাধী মামলার ।
প্রত্নতাত্ত্বিক স্থান যদি আপনারা দেখতে চান,
ধর্মপালের গড় আর হরিশচন্দ্র পাঠ যান।
স্বার্থক মোদের জলঢাকায় জন্ম গর্ববোধ করি,
জলঢাকাতে জন্মেছি তাই মোদের জন্মভূমি।
আবৃত্তি
১২-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।