বক
- মোঃ বজলুর রশীদ ২০-০৫-২০২৪

বক বিচরণ করে সদা ধরণীতে
জলাশয়ে মাছ ধরে আপন ক্ষুধাতে !
লুপ্ত মৎস খুঁজে সে শিকার করতে,
রকমারি মীন অন্বেষণে জলভূমিতে !


রবির রোদ জ্বলে পুটি মাছের দেহে,
শীতে বক সন্ধান করে জলের আধারে !
দশখানা পুটি মাছ খেয়ে বক নাচে খুশিতে ।



বি:দ্র: প্রতিটি বাক্যের প্রথম অক্ষর নিয়ে সাজালে আমার নাম হয় বজলুর রশিদ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।