ভালোবাসি আমিও
- শুভ বৈদ্য ১১-১১-২০২৪

ফুলের পাপড়ির মত তাহার চোখের পাতায়,
প্রজাপতিরা বসে থেকে উড়ে বেড়ায়!
ফুল থেকে ফুলে আসা যাওয়া করে,
দেখা যায় তার চোখদুটো থেকে অনেক দূরে!
রক্তজবার মত তাহার রাগান্বিত চোখের দিকে,
থাকানো যায় না আর দেখেছিলাম যাকে!
নদীর প্রবাহিত পানি বয়ে যায় তাহার চুলে,
ডুবে যাওয়া বারণ হারিয়ে যায় ভুলে!
ঠোঁটের কোনায় জমে তার সাদা মেঘের ভেলা,
সেই ভেলায় ভেসে যায় অভিমানের মেলা!
হিমালয়ের বরফের মত স্বচ্ছ তাহার দন্ত,
হাসিতে তাহা প্রকাশিত হয় যখন থাকে প্রাণবন্ত!
আঁকাবাঁকা ঠোঁটের উপর বসে থাকে রঙিন প্রজাপতি,
তীক্ষ্ণ চোখে প্রতিফলিত হয় চাঁদের আলোর জ্যোতি!
নরম হাতের ছোয়ায় সেরে যায় হৃদয়ের যত ক্ষত,
অভিমানের তাপে পুড়ে যায় ভালোবাসা আছে যত!
রঙধনুর সাত রঙ ফুঠে উঠে তার কোমল গালে,
তাতেই আমি হারিয়ে যায় মনের অন্তরালে!
তাহার মায়াবী চাহুনি হার মানাবে চাঁদের হাসিকেও,
জোনাকির আলোয় দাঁড়িয়ে বলিও "ভালোবাসি আমিও"!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।