সহজ বিবৃতি
- শুভ বৈদ্য ১১-১১-২০২৪
কঠিন শব্দ দিয়ে প্রকাশিত সেই সহজ বিবৃতি,
সহজ পথে গিয়েও আমি পাইনি তোমার স্বীকৃতি!
লড়াই করে বেঁচে ফিরে নতুন সৃষ্টি হয়নি কিছুই,
প্রকৃতিতে মিশে গিয়ে বিলীন হয়েছে সব কিছুই!
সরলপথের কাঁটা সাথে করেছি আমি সন্ধি,
জন্ম মৃত্যুর বেড়াজালে হয়েছি আমি বন্ধী!
ঠিকানার শেষ অংশটা এখন হয়ে গেছে ঝাপসা,
বিদায়ের বেলায় চলছে আমার মনের চিকিৎসা!
কাঁচা হাতের লেখা দিতে পেয়েছি আমি ভয়,
এই লেখা কি করতে পারবে তোমার মনকে জয়?
খোলা খামের অন্তরালে রয়েছে শেষ উক্তি,
তুমিই তো ছিলে আমার বেঁচে থাকার শক্তি!
আঙ্গুলের ফাঁকে রেখে যাওয়া তোমার যত সব স্মৃতি,
সেখান থেকে সৃষ্টি হবে নতুন এক প্রকৃতি!
যার মাঝে খুজে পেয়েছিলাম এক টুকরো শান্তি,
যেখানে আমি ঝেড়ে ফেলতাম সারাদিনের ক্লান্তি!
সবই একদিন মরিচিকার মতন হারিয়ে ফেলেছি,
নিজেকে নিজের মতন করে গুছিয়ে নিয়েছি!
নির্জনতার মাঝে এখন আমি সুখ খুজে পাই,
নিঃসঙ্গতাকে সঙ্গী করে একা ছুটে যায়!
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।