প্রত্যাশা আর কল্পনা
- শুভ বৈদ্য ১১-১১-২০২৪
চেনা শহরের অচেনা মানুষের ভীড়ে খুজেছি প্রতিদিন,
তবুও পাচ্ছি না দেখা আমি চিরচেনা মুখটা কোনাদিন!
তোমাকে দেখার অসুখটাও বেড়ে চলেছে প্রতিনিয়ত,
আহত এই স্মৃতিগুলো নিয়ে হৃদয়টা হবে নিহত!
তোমার উপস্থিতি থাকার সম্ভাবনা যেখানে থাকে বেশি,
সেখান থেকেই বার বার আমি হতাশ হয়ে ফিরে আসি!
ফুলে ফুলে যাচ্ছি ভুলে তোমায় নিয়ে যত স্মৃতি,
তাও কেন কমছে না আমার ভালোবাসা তোমার প্রতি?
তোমায় নিয়ে ছিল আমার যত প্রত্যাশা আর কল্পনা,
তোমার মনে মাঝে এঁকেছিলাম তখন রঙিন আল্পনা!
বুকের বৃক্ষের প্রতিটি শাখা প্রশাখায় ছিলে তুমি,
শীতের মৌসুম এলেই সব হারিয়ে নিঃস্ব আমি!
আলো আঁধারের খেলা দেখি তোমার স্মৃতি নিয়ে,
ভোরের আলোয় ফিরে আসি সব ছেড়ে দিয়ে!
সাদাকালো ছবির জীবনে তুমি ছিলে রঙিন রংতুলি!
ভোরের ফুলেরা ফুটে উঠে শুনে তোমার কথার বুলি!
শহরের বাতাসে আজও খুজে পাই তোমার চুলের গন্ধ,
তোমাকে খুজতে গিয়ে লোকের কাছে হয়ে যায় মন্দ!
মন্দ লোকের ট্যাগ লাগিয়েও যদি ফিরে পেতাম তোমায়,
পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ নিজেকে মনে হতো আমায়!
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।