স্বপ্নে দেখা কন্যা
- মোঃ বজলুর রশীদ ০৯-০৫-২০২৪

স্বপ্নে দেখা কন্যা যেন
কাজলকালো আঁখি!
মুখটি হেসে একটু বেঁকে
মোনালিসার হাসি ।


কপালে তার লাল টিপ
কচি পাতার দেহ!
কোমর দুলিয়ে লম্বা কেশে
মন মাতাল যেন ।


গোলাপি জবা ফুটেছে ঠোঁটে
রানি রম্ভার রং দেহে!
চিকন কোমর একটু বেঁকে
তাকালো কন্যা আমার দিকে।


রহস্যঘেরা চাহনি নিয়ে
নাছোড়বান্দা শিশুর মত,
বিরক্ত করে অবিরত!
যদিও সে পরির মত ।


কন্যার প্রেমে পরে গেলাম
যেন তাকে কাছে পেলাম,
মুগ্ধ হয়ে জেগে দেখি
কন্যা যেন দিলো ফাঁকি ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।