মৃন্ময়ীর প্রতি
- প্রসূন গোস্বামী

এখনও কি জল ঝরে? শ্রান্ত এই তরণির গায়ে
আঘাত হানে না আর কোনো ক্রূর লোনা জলধারা;
বহুকাল ঘুরেছি তো দিকভ্রান্ত নিবিড় আঁধারে
চেয়েছিলে তুমি তাই— পথ চিনে ফিরে এল তারা।

তোমার ওই নিটোল ললাট, আর সিঁথির সিন্দুর
যেন এক প্রাচীন প্রশান্তি, এক হারানো স্বদেশ—
ছিন্নভিন্ন অবসাদ নিয়ে যখন ফিরেছি কাছে
ঘুচিয়ে দিয়েছ তুমি নির্বাসিত প্রবাসের ক্লেশ।

তপোবন-স্মৃতি মাখা তোমার ওই ধ্রুপদী অবয়ব
আমায় ফিরিয়ে দেয় কালিদাসের উজ্জয়িনী-বেলা,
আভিজাত্য জেগে ওঠে আর্যরক্তে, তোমার দু’চোখে—
যেখানে অনাদি কাল করছে শুধু প্রশান্তির খেলা।

ওই দূরে বাতায়নে প্রদীপ ধরে দাঁড়িয়ে আছ তুমি,
যেন কোনো মন্দিরের নিস্পন্দ ধ্যানের এক শিখা;
অগুরুর গন্ধ ভাসে, চারু অঙ্গে চন্দনের টান—
তুমিই সেই পুণ্যভূমি, মমত্বের শেষ যবনিকা।


২২-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৩-০১-২০২৬ ০৯:৪২ মিঃ

খুব সুন্দর লিখেছেন।